শিক্ষার্থী নিহত : ক্যাম্পাস রণক্ষেত্র, ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

টপ নিউজ শিক্ষা

image_157181.islami uniবাসচাপায় কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র নিহতের ঘটনায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ক্যাম্পাস। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
রবিবার দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে ইবি প্রশাসনে। আগামীকাল সোমবার থেকে ইবিতে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে সকাল ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র টিটু বাসচাপায় নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা।
তারা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন, অনুষদ ভবন, বিজ্ঞান ভবন ও টিএসসিসিতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে প্রায় ৮০টি গাড়ি ভাঙচুর করে ও অন্তত ১৩ বাসে অগ্নিসংযোগ করে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, সংঘর্ষের সময় পুলিশের গুলি ও টিয়ার শেলে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন নির্ভরতার কারণে এ ঘটনা ঘটেছে। প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।
ইবি থানার এসআই মাহাফুজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেড় শ রাউন্ড গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *