‘এরকম অনেক ছেলেকেও আমি চিনি

Slider বিনোদন ও মিডিয়া

162504just-5-photos-of-radhika-apte-looking-confused-af-2-23090-1461688140-1_dblbig

 

 

 

 

শুধুমাত্র নারী নয়, বলিউডে যৌন নির্যাতনের শিকার হয়ে থাকে পুরুষরাও। আর সেই পুরুষদের কয়েকজনকে তিনি চেনেনও।

বক্তার নাম রাধিকা আপ্তে। সম্প্রতি এই কথা তিনি বলেছেন। তাঁর আরও বক্তব্য, এই যৌন শোষণ সমাজ থেকে নির্মূল করতে পারদর্শিতা দরকার। তাঁর আরও বক্তব্য, যারা এই অত্যাচারের শিকার হয়, তারা ভয়ে মুখ খুলতে পারেন না। মনে করে, তাদের কথা কেউ বিশ্বাস করবে না। আবার লোকলজ্জাও মুখ না খোলার আর একটি কারণ।

পুরুষদের উপর যৌন অত্যাচারের বিষয়টি প্রথম সামনে আনেন ইরফান খান। তিনি জানান, ক্যারিয়ারের প্রথম দিকে কাজ দেওয়ার নাম করে তাঁর সঙ্গে যৌন অত্যাচারের চেষ্টা করেছিল অনেকে। তাদের মধ্যে মহিলাও ছিল।

নিজের অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্করও। একজন পরিচালক নাকি তাঁর সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপনের জন্য খুব চাপ দিয়েছিল। কাস্টিং কাউচ থেকে বাঁচতে অনেক কাজের অফার তাঁর হাতছাড়া হয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়াকেও ক্যারিয়ারের শুরুর দিকে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল। অভিনেত্রীর মা মধু চোপড়া জানিয়েছিলেন, এসবের হাত থেকে বাঁচতে প্রিয়াঙ্কাকে প্রায় ১০টি ছবির কাজের অফার ছাড়তে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *