গ্রামীণফোন দেশের সর্বোচ্চ বাজার মূলধন কোম্পানি

Slider অর্থ ও বাণিজ্য

1316543_kalerkantho_pic

 

 

 

 

সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রভাবে গ্রামীণফোনের বাজার মূলধন বেড়ে প্রায় আট বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বাংলাদেশে তালিকাভুক্ত কোনো কোম্পানির সর্বোচ্চ বাজার মূলধন। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গ্রামীণফোনের প্রতিটি শেয়ারের দর চার দশমিক ২৬ শতাংশ বেড়ে হয়েছে ৪৯১ টাকা ৫০ পয়সা।

গ্রামীণফোনের শেয়ারের ইতিহাসে এটাই সর্বোচ্চ দর।

এর ফলে একদিনেই এ কোম্পানি বাজার মূলধন দুই হাজার ৭১৪ কোটি টাকা বেড়ে হয়েছে ৬৩ হাজার ৬৫৩ কোটি টাকা। সোমবার ঢাকার শেয়ারবাজারে বাজার মূলধন ছিল প্রায় ৪ লাখ ২২ হাজার ৫৪৯ কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এ হিসেবে মোট বাজার মূলধনের ১৫ দশমিক ৭০ শতাংশ ছিল গ্রামীণফোনের দখলে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *