পরের ম্যাচেই রংপুর রাইডার্সে গেইল-ম্যাককালাম?

Slider খেলা

132217cris_kalerkantho_pic

 

 

 

 

ধুমধারাক্কা ব্যাটিংয়ের জন্য ক্যারিবিয়ান দানব খ্যাত ক্রিস গেইল আর কিউই হার্ডহিটার ব্রেন্ডন ম্যাককালামের ব্যাপক কদর আছে দর্শকদের কাছে। চলতি বিপিএলের পঞ্চম আসরে দুজনকেই চুক্তিবদ্ধ করেছে হট ফেবারিট রংপুর রাইডার্স।

দর্শক-সমর্থকদের এখন প্রশ্ন, কবে আসছেন টি-টোয়েন্টির এই দুই সুপারস্টার?

ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম- দুজনই বোলারদের জন্য এক আতঙ্কের নাম। বিস্ফোরক ব্যাটিং করে গুড়িয়ে দিতে পারেন প্রতিপক্ষের বোলিং লাইন আপ। এদিকে টম মুডির দলের ওপেনিং জুটিটা ভালো হচ্ছে না। দুই ওপেনার জনসন চার্লস ও এডাম লিথ বড় জুটি উপহার দিতে পারছেন না। এই মুহূর্তে তাই টম মুডির দরকার দুর্দান্ত একটা ওপেনিং জুটি। ইনিংস শুরুতে গেইল-ম্যাককালামের চেয়ে ভালো সমাধান আর কী হতে পারে?

কিন্তু কবে আসছেন এই দুই তারকা? রংপুর রাইডার্স সূত্রে জানা গেছে, দু-তিনদিনের মধ্যেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এই দুই তারকার। রংপুরের পরবর্তী ম্যাচ ১৮ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে। ওই ম্যাচেই ইনিংস শুরু করতে দেখা যেতে পারে গেইল-ম্যাককালামকে। এছাড়া লঙ্কান তারকা কুশল পেরেরাও আগামী ম্যাচের আগে মাশরাফি বাহিনীতে যোগ দিবেন।

তখন আরও শক্তিশালী হয়ে উঠবে রংপুর রাইডার্সের টপ অর্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *