কি অসহায় তুমি! —————কোহিনূর আক্তার

Slider সাহিত্য ও সাংস্কৃতি

23415966_1986545634938061_879768467_n

 

 

 

 

 

 

 

 

কি অসহায় তুমি!

—————কোহিনূর আক্তার

কি অসহায় তুমি !

আজ তুমি নিঃস্ব একা

কেউ শোনে না তোমার কথা ।

তুমি যোগ্যহীন প্রাণী ।

তোমার চোখ তোমার কথা শুনছে না

অবাধ্য নদীর সাথে করেছে মিতালি ।

তোমার হৃদয়ে কষ্টের খুন্তি খুড়ছে

গভীর কুপ তোমার মনটাকে কখনো বাঁধতে পারলে না বলে ,

মনের ব্যেশা শয্যায় অবিরত তুমি , কি অসহায় তুমি ,

সব ভুলের বাসরে মনের বসবাস ।

আর সব দোষ নিয়তি বইছে অবলিলায় ।

বেহুঁশ মনটাকে পাগল বলে পাগল নয় কোন মন ?

তাহলে পাগল কি সব জন ?

কি নিদারুণ একা তুমি!

ঠিক নেই তোমার কোন ক্ষণ অগোছালো তোমার জীবন ।

পার না কি বশ করতে অন্য মনে তোমার মন ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *