এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে দক্ষতা” স্লোগান নিয়ে ঠাকুরগাঁওয়ে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্সের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৮ নভেম্বর) ঠাকুরগাঁও জেলা পরিষদ ডাকবাংলো থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
এর আগে গণপ্রকৌশল দিবস উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী।
আইডিইবির’র জেলা নির্বাহী কমিটির সভাপতি সাঈদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি আবু তোরাব মানিক, নেসকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী অরুনাংশু চন্দ্র সেন, ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্য প্রকৌশলী খোরশেদ আলম, আইডিইবির’র জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।
এস. এম. মনিরুজ্জামান মিলন