দীপিকার প্রাক্তন প্রেমিক, এবার কঙ্গনার সঙ্গে!

Slider বিনোদন ও মিডিয়া

1324212_kalerkantho_pic

 

 

 

 

বলিউডে নিজের পরিচয় বানানোর জন্য জোর লড়াই করছেন। কিন্তু তাঁকে পরিচয় করাতে হলে প্রথম কথাটা শুরু হয় দীপিকা পাড়ুকোনের প্রাক্তন বয়ফ্রেন্ড থেকে।

তবে নীহার পান্ডিয়া স্পোর্টিং ভাবেই বিষয়টাকে নেন। তাঁর কথা হল কী আর করা যাবে সবসময় ওই পরিচয়টাই আগে আসে। আসলে শুরুটা অনেক দিনের মুম্বইতে এসে কেরিয়ার শুরু করার আগে প্রায় বছর তিনেকে সম্পর্ক ছিল দীপিকা ও নীহারের। একেবারে লিভ ইন রিলেশানশিপ।

মুম্বইতে দুই জনের প্রথম মিউজিক ভিডিও হিমেশ রেশমিয়ার গানে। নীহার পান্ডিয়াকে দেখা গিয়েছিল আই লাভ ইউ সায়োনি তে। অন্যদিকে সে সময় তাঁর বান্ধবীকে দেখা গিয়েছিল নাম হ্যায় তেরা গানে। তবে সেসব এখন অতীত। দীপিকা পাড়ুকোন বলিউডের অন্যতম সেরা সুন্দরী।

তাঁর কেরিয়ারগ্রাফ দারুণভাবে এগিয়েই চলেছে।

সেখানে নীহার লড়াইটা একেবারে শুরুর জায়গায় শুরু করেছেন। কঙ্গনা রানাওয়তের মনির্কনিকা- দ্য কুইন অফ ঝাঁসি ছবিতে অভিনয় করছেন তিনি। দ্বিতীয় বাজীরাওয়ের ভূমিকায় দেখা যাবে নীহারকে। নিজের রোলের জন্য জোরদার প্রস্তুতি করেছেন, শিখেছেন ঘোড়া চালানো তলোয়ার চালানো। নীহার আশাবাদী এই কাজের পর তাঁকে নিজের মত করে চিনবে বলিউড দুনিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *