শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান চালাবে ছাত্রলীগ

শিক্ষা

image_156795.chatroleegসারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান চালাবে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা। ‘ক্লিন ক্যাম্পাস অ্যান্ড সেইফ ক্যাম্পাস’ নামে এই পরিচ্ছন্নতা অভিযান আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এ কথা জানান। পরিচ্ছন্নতা অভিযান চলাকালীন ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আবর্জনা তুলে ডাস্টবিনে ফেলবেন।
আগামী ১ ডিসেম্বর সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই কর্মসূচির উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সংবাদ সম্মেলনে বদিউজ্জমান সোহাগ বলেন, আমাদের শিক্ষাঙ্গন আমরাই পরিচ্ছন্ন রাখব- এই প্রতিপাদ্যকে ধারণ করে বাংলাদেশ ছাত্রলীগ ক্লিন ক্যাম্পাস অ্যান্ড সেইফ ক্যাম্পাস নামে একটি নতুন কর্মসূচি গ্রহণ করেছে।
ছাত্রলীগের সভাপতি বলেন, এ কর্মসূচির পাশাপাশি ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত করতে কাজ করবে ছাত্রলীগ। যারা ছাত্রলীগের নাম ভাঙিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও অপকর্ম করছে, তাদের নির্মূল করা হবে। এ সময় সোহাগ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, দপ্তর সম্পাদক শেখ রাসেল, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *