আওয়ামী লীগের আমলে দেশ আরো পিছিয়ে গেছে : খালেদা জিয়া

টপ নিউজ
image_156796.khalaeda-kkআওয়ামী লীগের আমলে দেশ আরো পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, আওয়ামী লীগের কার্যকলাপ দেখলে দেশের মানুষ চিন্তিত হয়ে পড়ে। সারা দেশে উন্নয়ন নেই, তারা বলে গণতন্ত্রের দরকার নেই, উন্নয়ন হবে। উন্নয়নের নামে লুটপাট চলছে।
শনিবার বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় খালেদা জিয়া এসব কথা বলেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নতুন নির্বাচনের দাবিতে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করছেন কুমিল্লা জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম রাবেয়া চৌধুরী।
খালেদা জিয়া বলেন, দেশের অবস্থা অত্যন্ত খারাপ। অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন দেশের অর্থনীতিতে স্থবিরতা এসেছে। কোনোভাবেই তা কাটছে না। ঘরে ঘরে চাকরি দেবে বলেও দেয়নি। এক মাসে কর্মসংস্থান করেছে ১৯ শতাংশ, ৮২ ভাগ বিদেশি বিনিয়োগ কমেছে।
খালেদা বলেন, দেশের অর্থনীতি আজ বিপর্যস্ত। খোদ অর্থমন্ত্রী স্বীকার করেছেন। দেশে কোনো বিনিয়োগ নেই। ব্যাংকগুলোতে চলছে ডাকাতি আর লুটপাট। তাদের আমলে দেশের কোনো উন্নতি হয়নি।
খালেদা জিয়া বলেন, ক্ষমতায় থাকতে আমরা কিছু উন্নয়ন করেছিলাম। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আর উন্নয়ন করে নাই। আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। তারা জনগণের কল্যাণে, উন্নয়নে, গণতন্ত্রে বিশ্বাস করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *