তিস্তা দ্বিতীয় সড়ক সেতু কবি শেখ ফজলুল করিমের নামে করার দাবিতে মানববন্ধন

Slider রংপুর
লাল
এম এ কাহার বকুল: লালমনিরহাট প্রতিনিধি; কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাকিনায় কবি শেখ ফজলুল করিম স্মৃতি পাঠাগারের সামনে লালমনিরহাট -বুড়িমারী মহাসড়কে তিস্তা দ্বিতীয় সড়ক সেতু কবি শেখ ফজলল করিমের নামে নামকরনের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী ও কবি ভক্তবৃন্দ। বুধবার (২৫ অক্টোবর) সকালে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, কাকিনা উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক সুবাস রায়, কবি শেখ ফজলল করি স্মৃতি পাঠাগারের সাধারন সম্পাদক মজনু আলী শেখ, কাকিনা মহিমা রঞ্জুন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ফারুক হোসেন, লালমনিরহাট মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি খোরশেদ আলম সাগর, সাধারন সম্পাদক আসাদুজ্জামান সাজু, এলাকাবাসীর পক্ষের আছলামুল হক, কলেজ ছাত্র আজিজুল বারি, এমএ কাহার বকুল, ইব্রাহীম খলিল মিয়াসহ প্রমুখ। ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, এলাকাবাসী ও গনমাধ্যমকর্মীরা অংশ নেন। তাদের সবার দাবি তিস্তা দ্বিতীয় সড়ক সেতু কবি শেখ ফজলুল করিমের নামে করা হোক

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *