নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Slider ফুলজান বিবির বাংলা

ন

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পরিষ্কার বাজার রাস্তার মাথা নামক স্থানে সোনাপুর চরজব্বার সড়কে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত তিনজন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন সুবর্ণচরের চরভাটার আবুল কালাম (৪৫) ও লক্ষ্মীপুরের রামগতির জসিম উদ্দিন (৩৫)।
সুবর্ণচরের চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, রাত ১১টার দিকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা সুবর্ণচরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন। তাঁদের মধ্যে আবুল কালাম ও জসিম উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তির পর রাত সাড়ে ১২টার দিকে তাঁরা মারা যান। আহত ব্যক্তিরা স্থানীয় ক্লিনিকে ভর্তি রয়েছেন। এ ঘটনায় কোনো মামলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *