নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলা, নিহত কমপক্ষে ৮১

Slider টপ নিউজ সারাবিশ্ব

image_156730.a

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের বৃহত্তম শহর কানোর প্রধান মসজিদে বোমা হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ৮১ জন নিহত ও অন্তত ১৫০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার জুমার নামাজ চলার সময় দুজন আত্মঘাতী বোমা হামলাকারী এবং বন্দুকধারীরা এ হামলা চালায়। অবশ্য সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, মৃতের সংখ্যা কমপক্ষে ১২০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বোমা হামলায় অনেকে হতাহত হয়েছে। প্রচণ্ড শব্দে বিস্ফোরণের পরই গুলির আওয়াজ পাওয়া যায়। পুলিশ প্রাণহানির সংখ্যা আরও কম বললেও ঘটনাস্থলে থাকা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সংবাদদাতারা জানিয়েছেন, মৃতের সংখ্যা কমপক্ষে ৮১।
কানো শহরের প্রধান মসজিদে (আমির’স প্যালেস মসজিদ) জুমার নামাজের সময় হামলার সময় ওই মসজিদে থাকা একজন সাংবাদিক জানান, জুমার নামাজের সময় একজন আত্মঘাতী বোমা হামলাকারী মসজিদে ঢুকে পড়ার চেষ্টা করে। তখনই কিছু লোক এ অস্বাভাবিক ব্যাপারটা লক্ষ করে। তিনি বলেন, “তারা যখন তাকে মসজিদে ঢুকতে বাধা দিচ্ছিল, তখনই প্রথম বোমাটি বিস্ফোরিত হয়।”
অনেকে ধারণা করছেন, বোকো হারামের সদস্যরাই এ হামলা চালিয়েছে। মসজিদটি কানো শহরের আমির মোহাম্মাদ সানুসির প্রাসাদসংলগ্ন, যিনি গত সপ্তাহেই জনগণের প্রতি বোকো হারামকে প্রতিহত করার ডাক দিয়েছিলেন।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে, দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাইদুগুরির একটি মসজিদ ও স্থানীয় বাজারে পেতে রাখা ছয়টি বোমা নিষ্ক্রিয় করে আরও হামলার প্রচেষ্টা পুলিশ ব্যর্থ করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *