বাবা হচ্ছেন ধোনি?

খেলা
image_156535.3বাবা হতে চলেছেন ধোনি? সূত্রে পাওয়া খবর সত্যি হলে চার মাসের কিছু বেশি সময়ে গর্ভাবস্থা চলছে ধোনি পত্নী সাক্ষীর।
শোনা যাচ্ছে গর্ভাবস্থার প্রথম ৩ মাস কেটে যাওয়ায় এখন অনেকটাই স্বস্তিতে ক্যাপ্টেন কুল। বসন্ত কুঞ্জ হাসপাতালে এক জনপ্রিয় চিকিৎসকের তত্ত্বাবধানে সাক্ষী রয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রেই জানা গিয়েছে এখন স্ত্রীর অতিরিক্ত খেয়াল রাখছেন ধোনি। উপহারে ভরিয়ে দিচ্ছেন তাঁর সাক্ষী ডার্লিংকে। তবে সংবাদ মাধ্যমের অতিরিক্ত উত্‍সাহ এড়াতে এখনই বেশি প্রচার চাইছেন না ধোনি দম্পতি।
চলতি বছরের এপ্রিল মাসেও ধোনির বাবা হওয়ার গুজব উঠেছিল। কিন্তু সেবার গুজব উড়িয়ে দিয়েছিলেন ধোনি। ২০১০ সালের ৪ জুলাই বিয়ে হয় সাক্ষী-ধোনির।
সূত্র : কলকাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *