অতিরিক্ত আইজিপি পদে ৫, ডিআইজি পদে ১৫ জনের পদোন্নতি

Slider জাতীয়

88199_pls

 

 

 

 

ঢাকা: অতিরিক্ত আইজিপি পদে ৫ জন ও ডিআইজি পদে ১৫ জন পুলিশ কর্মকর্তার পদোন্নতি হয়েছে। বুধবার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিআইজি পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হয়েছেন সিআইডির ডিআইজি (ফরেনসিক) আবদুস সালাম, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (মিডিয়া এন্ড প্লানিং) মো. মহসিন হোসেন, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. নওশের আলী, এসবি’র ডিআইজি (এএফএন্ডডি) মীর শহীদুল ইসলাম এবং ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়াও অতিরিক্ত এডিশনাল ডিআইজি থেকে যারা ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন তারা হলেন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) ড. হাসান-উল-হায়দার, কেএমপির পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবির, পুলিশ টিএন্ডআইএম এর অতিরিক্ত ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান, র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মো. শাহাবউদ্দিন খান বিপিএম, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) ওয়াই এম বেলালুর রহমান, আরএমপির পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) মো. মাহাবুবর রহমান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মীর রেজাউল আলম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়া, র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) সেলিম মো. জাহাঙ্গীর, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য্য, র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) খন্দকার লুৎফুল কবির ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *