যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের দিকে এগোচ্ছে শক্তিশালী হারিকেন

Slider সারাবিশ্ব

111009CYCLONE_(2)

 

 

 

 

 

যুক্তরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চল ও আয়ারল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছে শক্তিশালী একটি হারিকেনরূপী সামুদ্রিক ঝড়। আয়ারল্যান্ডে দীর্ঘদিন এত শক্তিশালী হারিকেন এখানে হয়নি।

হারিকেনটির নাম দেওয়া হয়েছে ওফেলিয়া।

আয়ারল্যান্ডের ইতিহাসে ৫৬ বছরের মধ্যে শক্তিশালী হারিকেন এটি। এটি বর্তমানে সমুদ্রে অবস্থান করলেও শীঘ্রই উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলসে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শক্তিশালী হ্যারিকেন ‘ওফেলিয়া’ দিক পরিবর্তন করে কোন দিকে অগ্রসর হয় সেদিকে নজর রেখেছে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড কর্তৃপক্ষ।

খবরে বলা হয়, ‘ওফেলিয়া’ উত্তরে মাথা ঘুরিয়ে আয়ারল্যান্ড ও আইলে অব ম্যানের দিকে এগিয়ে যাচ্ছে।

জানা গেছে, ১৬৯ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে এগিয়ে আসছে ওই ঝড়। ক্রমশ আটলান্টিক মহাসাগরের আজোরে আছড়ে পড়বে ওই ঝড়। গতিপথ দেখে এমনটাই অনুমান করা হচ্ছে। ক্রমশ গতি বাড়িয়ে আছড়ে পড়বে ব্রিটেনে।

ঠিক ৩০ বছর আগে এরকমই এক ভয়ঙ্কর ঝড়ে ১৮ জনের মৃত্যু হয়েছিল। ব্রিটেনের বিভিন্ন অংশে ১১৩ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে আঘাত করবে ওই ঝড়।

আশঙ্কা করা হচ্ছে ঝড়টি আজ সোমবার স্থানীয় সময় সকাল ১১টা দিকে আয়ারল্যান্ডের নিকটে পৌছাবে।

উল্লেখ্য, ‘অপহেলিয়া’ যুক্তরাজ্যের ২০১১ সালে হওয়া ঘূর্ণিঝড় কাটিয়ার চেয়ে সামান্য দুর্বল। সে সময় প্রাণহানি ছাড়াও অতিবৃষ্টিতে ব্যাপক ভোগান্তি হয় স্থানীয়দের।

আপহেলিয়ার প্রভাবেও যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
সূত্র : ডেইলি মেইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *