নানা সুবিধা নিয়ে নতুন রূপে আসছে ফেসবুক

তথ্যপ্রযুক্তি

Homepage-1417087819 ডেস্ক : নানা সুবিধা নিয়ে নতুন রূপে আসছে ফেসবুক। নতুন সুবিধায় ফেসবুকের প্রাইভেসি পলিসিকে আরও স্বচ্ছ আর সহজভাবে ব্যবহার করা যাবে। এতে নিজেদের প্রাইভেসি আরো সহজভাবে সাজাতে পারবেন ব্যবহারকারীরা।

এছাড়া ফেসবুকের নতুন রূপ হিসেবে থাকছে, হোমপেজে কোন বিজ্ঞাপন দেখা যাবে, তা নির্ধারণ করতে পারবে ব্যবহারকারীরাই। ফলে অপছন্দের বিজ্ঞাপনে আর ভরে যাবে না হোমপেজ। আপনি কী ধরনের সাইট বা অ্যাপ ব্যবহার করে থাকেন, তার ভিত্তিতেই দেওয়া হবে বিজ্ঞাপন। এই আপডেট ব্যবহারকারীদের কাছে ফেসবুককে আরও প্রিয় করে তুলবে বলে মনে করছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের প্রধান গ্লোবাল প্রাইভেসি অফিসার এরিন এগান বলেন, ‘ফেসবুকের এসব সুবিধার ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরো ভালো হবে।’
নতুন সুবিধার মধ্যে আরো রয়েছে, কোনো জায়গায় ভ্রমণের সময় ফেসবুকেরমাধ্যমে খোঁজা যাবে কাছাকাছি রেস্তোঁরার। ফেসবুক অ্যাপটি আপনার মোবাইলে সঠিকভাবে কাজ করছে কিনা, তা সহজেই বুঝে নেবে ফেসবুক এবং সে অনুযায়ী পরামর্শও পাঠাবে।
২০১৫ সালের ১ জানুয়ারি থেকে নতুন রূপে ফেসবুক পাবেন ব্যবহারকারীরা। এরকম ঘোষণা দিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: ম্যাশঅ্যাবল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *