দীর্ঘশ্বাস – আবদুস শাহেদ শাহীন

Slider সাহিত্য ও সাংস্কৃতি

22500939_1975073376085287_268931402_n

 

 

 

 

 

 

 

 

 

দীর্ঘশ্বাস
– আবদুস শাহেদ শাহীন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
তুমি কি জানো-
এখনও দিনের প্রথম এবং শেষ দীর্ঘশ্বাসটি
তোমাকে ভেবেই আসে!
তোমাকে ভেবে ভেবে আমার ঘুমঘুম চোখ এখনও
জেগে থাকে সারারাত!
রিক্ত হতে হতে অবশিষ্ট এই আমি এখনও
যার অপেক্ষা করি, সে তুমি।
মাঝমধ্যে মনে হয়- তুমি বড় ভাগ্য নিয়ে জন্মেছিলে
এই পৃথিবীতে,
পৃথিবীর কোনোএক ভূখণ্ডে অন্তত একজন কেউ
এখনও তোমার কথা ভাবে, তোমার স্মৃতি রোমন্থন করে
তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস মনের অজান্তেই বেরিয়ে আসে আজও!
তোমার ভাগ্য দেখে বড্ড ঈর্ষে হয় আমার।
আহা! আমার জন্যে কেউ যদি একবার, শুধু একবার
কিছুক্ষণ অপেক্ষা করতো, তাহলে খুব অনায়াসে বদলে দিতাম
হতভাগার ভাগ্য রেখা, সেদিন সেই লব্ধ ক্ষণে
আমিই হতাম পৃথিবীর একমাত্র সুখী প্রেমিক।

প্রেমিক, আমি তোমার জন্যে দোর খোলে অপেক্ষায় আছি আজও,
জানি তুমি ফিরে আসবেনা আগের মতো, তবুও
আমার এ অপেক্ষা অনন্তযৌবনা।
এবার বুকে হাত রেখে বলো- তুমি সুখে আছো তো?
জানতে ভীষণ ইচ্ছে হয়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
২৮ আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ
শুক্রবার
জয়কালীপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *