টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ

খেলা

image_156395.bcb logoবসুন্ধরা সিমেন্ট পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আগেই সিরিজ জয় করে মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজে ৩-০তে এগিয়ে থেকে মাঠে নামছে টাইগাররা।
এর আগে চট্রগ্রামে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছিল মাশরাফিরা। প্রথম ওয়ানডেতে ৮৭ রানে আর দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের জয় নিয়ে সাগরিকার মিশন শেষ করে টাইগাররা। আর ঢাকায় ফিরে তৃতীয় ওয়ানডেতে ১২৪ রানের বিশাল জয়সহ সিরিজ নিশ্চিত করে তামিম-সাকিব-মুশফিক-মাশরাফিরা।
সিরিজ নিশ্চিত হওয়ায় টেস্টের পর ওয়ানডেতেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে এই ম্যাচও জিতে ৪-০তে এগিয়ে থাকতে চায় স্বাগতিকরা।
অন্যদিকে মান বাঁচাতে এই ম্যাচ জয়ের বিকল্প দেখছে না জিম্বাবুয়ে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম(উইকেটকিপার), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মাশরাফি মতুর্জা(অধিনায়ক), জুবায়ের হোসেন, তাইজুল ইসলাম, ইমরুল কায়েস, আবুল হাসান ও রুবেল হোসন।
জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা, হ্যামিল্টন মাসাকাদজা, ভুসি সিবান্দা, ব্র্যান্ডন টেইলর, রেগিস চাকাভা(উইকেটকিপার), এলটন চিগুম্বুরা(অধিনায়ক), জন, নাইম্বু, টিনাসে পানিয়াঙ্গারা, ক্রেইগ আরভিন, মুতুম্বামি, টেনদাই চাতারা, এমশ্যাংগুই ও তাফাদজওয়ে কামুনগোজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *