গাজীপুরে ফুচকা খেয়ে যুবকের মৃত্যু, হাসপাতালে ৫

Slider টপ নিউজ
গাজীপুরে ফুচকা খেয়ে যুবকের মৃত্যু, হাসপাতালে ৫

ফুচকা খেয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার কিশোর কুমার সাধক (২৩) নামে এক যুবক খাদ্যে বিষক্রিয়ায় মারা গেছেন। শনিবার বিকেলে রাজধানীর কলেরা হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরও পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নিহত কিশোর কুমার উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নিতাই নন্দ সাধকের ছেলে। অসুস্থরা হলেন, একই গ্রামের ননী গোপাল দাশ (২২), তুষার দাস (২২), পাশের গিদুরিয়া গ্রামের কার্তিক চন্দ্র বড়াই (২৩) ও রাজ চন্দ্র বড়াই (২২)। এরা সবাই ঢাকার মহাখালী কলেরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাকীব নাজমুল জানান, বৃহস্পতিবার বিকেলে পূজার আনন্দে কিশোর কুমারসহ ৬ বন্ধু গিধোরিয়া বৈরাগীর এলাকায় বিকেলে ঘুরতে বের হন। এ সময় তারা একটি ভ্রাম্যমাণ দোকান হতে ফুচকা খেলে রাতে সকলের ডায়রিয়া শুরু হয়। পরে তাদের মগাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে আনার আগেই কিশোর কুমার মারা গেছেন বলে জানিয়েছেন গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *