পাখি নিয়ে চলচ্চিত্র ‘প্যারাডাইজ নেস্ট’

Slider সারাবিশ্ব
পাখি নিয়ে চলচ্চিত্র 'প্যারাডাইজ নেস্ট'

সিনেমা এখন শুধু আর নায়ক-নায়িকার কাহিনী আর সংলাপের মতো গৎবাঁধা বিষয়ে আটকে নেই। প্রতিনিয়ত নানান ধরনের বিষয় বৈচিত্র্য আর অনুসঙ্গ যোগ হচ্ছে চলচ্চিত্রে।

বিশেষ করে স্বাধীন ধারার চলচ্চিত্রের বিষয় বৈচিত্র্য এখন দেখার মতো। পৃথিবীর স্বাধীন চলচ্চিত্রগুলোর সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের নির্মাতারাও গ্রহণ করছেন চলচ্চিত্রের এই ধারাটিকে।বাংলাদেশের তরুণ নির্মাতা আরিফ আহমেদ পাখি নিয়ে তৈরি করছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এ বিষয়ে নির্মাতা আরিফ আহমেদ মনে করেন, মানুষের মতো পাখিরাও যে চলচ্চিত্রের বিষয় হয়ে ওঠতে পারে এটা দেখিয়েছিলেন বিশ্বখ্যাত নির্মাতা আলফ্রেড হিচকক। মানুষের মতো পাখিরাও যে চলচ্চিত্রের বিষয় হতে পারে এই অভিনব বিষয়টি ‘প্যারাডাইজ নেস্ট’-এর ভেতর দিয়ে দেখাবেন তিনি।

একটা নীড়কে কেন্দ্র করে পাখির যাপিত জীবন, বোধ, তার বেড়ে ওঠা, প্রকৃতির সঙ্গে সংগ্রাম, প্রেম-ভালোবাসা, পাখির প্রতি পাখির মমত্ববোধ এমনকি ইকো সিস্টেমের শিকার হওয়ার মতো বিষয়গুলো দূর্দান্তভাবে চলচ্চিত্রটিতে দেখিয়েছেন নির্মাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *