প্রধানমন্ত্রীর নির্দেশ পেলে অক্টোবরেই মিয়ানমার যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

Slider টপ নিউজ
প্রধানমন্ত্রীর নির্দেশ পেলে অক্টোবরেই মিয়ানমার যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশ পেলে রোহিঙ্গা সংকট সামাধানে অক্টোবরেই মিয়ানমার সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এছাড়া মিয়ানমারের সামরিক হেলিকপ্টারের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন কিংবা সীমান্তে সৈন্য সমাবেশ নিরাপত্তার জন্য হুমকি নয় বলেও উল্লেখ করেন মন্ত্রী।তিনি বলেন, ‘মিয়ানমার কর্তৃক বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন ও সীমান্তে সৈন্য সমাবেশের বিষয়টি বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি মনে করি না। আমরা ধৈর্যের সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছি। যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে আমরা বিশ্বাসী। ’

এদিকে, সম্প্রতি মিয়ানমার অভিযোগ করেছে- তাদের দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে বাংলাদেশ সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। এ ব্যাপারে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কোনো বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসীদের আশ্রয়-প্রশয় দেয় না, দেবেও না। এ বিষয়ে মিয়ানমারের অভিযোগ সত্য নয়। ’

এসময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আশ্রয় পাওয়া রোহিঙ্গারা যাতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে সে ব্যাপারে আমাদের আইনশৃঙ্খলাবাহিনী ও গোয়েন্দারা সক্রিয় রয়েছে। ’

উল্লেখ্য, গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশন শুরু হওয়ার পর এ পর্যন্ত ৪ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। নিহত হয়েছে কয়েক হাজার। জাতিসংঘ মিয়ানমার সেনাবাহিনীর এ অভিযানকে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *