প্রধানমন্ত্রীর নির্দেশ পেলে রোহিঙ্গা সংকট সামাধানে অক্টোবরেই মিয়ানমার সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এছাড়া মিয়ানমারের সামরিক হেলিকপ্টারের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন কিংবা সীমান্তে সৈন্য সমাবেশ নিরাপত্তার জন্য হুমকি নয় বলেও উল্লেখ করেন মন্ত্রী।তিনি বলেন, ‘মিয়ানমার কর্তৃক বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন ও সীমান্তে সৈন্য সমাবেশের বিষয়টি বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি মনে করি না। আমরা ধৈর্যের সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছি। যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে আমরা বিশ্বাসী। ’
এদিকে, সম্প্রতি মিয়ানমার অভিযোগ করেছে- তাদের দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে বাংলাদেশ সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। এ ব্যাপারে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কোনো বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসীদের আশ্রয়-প্রশয় দেয় না, দেবেও না। এ বিষয়ে মিয়ানমারের অভিযোগ সত্য নয়। ’
এসময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আশ্রয় পাওয়া রোহিঙ্গারা যাতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে সে ব্যাপারে আমাদের আইনশৃঙ্খলাবাহিনী ও গোয়েন্দারা সক্রিয় রয়েছে। ’
উল্লেখ্য, গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশন শুরু হওয়ার পর এ পর্যন্ত ৪ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। নিহত হয়েছে কয়েক হাজার। জাতিসংঘ মিয়ানমার সেনাবাহিনীর এ অভিযানকে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করেছে।