মিয়ানমারকে সমর্থনের কথা জাতিসংঘ মহাসচিবকে জানাল চীন

Slider সারাবিশ্ব
মিয়ানমারকে সমর্থনের কথা জাতিসংঘ মহাসচিবকে জানাল চীন

মিয়ানমারে অব্যাহত বর্বর নির্যাতন আর গণহত্যার পরও দেশটির সরকারকে সমর্থন জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সোমবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে নিজেদের অবস্থান পরিষ্কার করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

গুতেরেসকে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাখাইনে নিরাপত্তা ব্যবস্থার সুরক্ষায় মিয়ানমার সরকারের নেয়া উদ্যোগ চীন বুঝতে পারছে এবং তা সমর্থন করছে। আশা করি আগুন নিয়ে এ খেলা দ্রুতই শেষ হবে। ‘

বৈঠকের বিষয়ে মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে পালিয়ে যাওয়া শরণার্থীদের প্রতি চীন সমবেদনা জানাচ্ছে এবং তাদের জন্য ত্রাণ পাঠানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মিয়ানমার ও বাংলাদেশকে আলোচনা ও সাংবিধানিক উপায়ে এ সংকট সমাধানের পরামর্শ দিচ্ছে চীন। চীন নিজস্ব উপায়ে শান্তি আলোচনা চালিয়ে যেতেও আগ্রহী।

উল্লেখ্য, চীন ও মিয়ানমারের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *