কঙ্গোয় শরণার্থীদের ওপর গুলিতে নিহত ৩৭, আহত ১১৭

Slider সারাবিশ্ব
কঙ্গোয় শরণার্থীদের ওপর গুলিতে নিহত ৩৭, আহত ১১৭


কঙ্গোয় নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত ৩৭ জন বুরুন্ডিয়ান শরণার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১৭ জন।

অবশরণার্থীদের কিছু অংশ দেশে ফেরত পাঠানো হবে কঙ্গো সরকারের এমন পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করার সময় তাদের ওপর গুলি চালানো হয়। কঙ্গোয় জাতিসংঘ মিশনের (মনুসকো) বরাত দিয়ে রবিবার এ খবর দিয়েছে বিবিসি।এ ব্যাপারে কঙ্গো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বুরুন্ডির যেসব শরণার্থীকে দেশে ফেরত পাঠানো হবে তাদের একটি জেলখানায় রাখা হয়েছিল। সেখানে তারা বিশৃঙ্খলা করতে থাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে চড়াও হয় নিরাপত্তাবাহিনী।

এ প্রসঙ্গে মনসুকোর প্রধান ফ্লোরেন্স মার্কেল বলেন, বুরুন্ডির বিক্ষোভকারীরা কঙ্গো সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট নয়। তাই তারা বিক্ষোভ করছিল। এ সময় সংঘর্ষে কঙ্গোর এক সেনা সদস্য নিহত হওয়ার পর সহিংসতা ছড়িয়ে পড়ে এবং দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা নির্বিচারে গুলি চালায়।

এদিকে, সেখানে সত্যিকার অর্থে কী ঘটেছে তা তদন্ত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

উল্লেখ্য, ২০১৫ সালে বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুননিজা তৃতীয়বারের মতো নির্বাচনে লড়ার ঘোষণা দিলে দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় প্রায় ৪০ হাজার রোহিঙ্গা কঙ্গোয় পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *