গাজীপুরে জামায়াতের সমাবেশে পুলিশের হামলা, গুলি আহত- গ্রেফতার -৬

রাজনীতি

Gazipur-26 November 2014- Police Attaced Jamat Misil-1

গাজীপুর: বুধবার লতিফ সিদ্দিকীর বিচারের দাবিতে করা জামায়াতের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে পুলিশ হামলা চালিয়ে গুলি বর্ষণ করেছে। এতে এক শিবির কর্মী গুলিবিদ্ধ সহ অন্তঃত ৫ জন আহত হয়েছে। এসময় পুলিশ এক জামায়াত কর্মীসহ অন্তঃত ৬ জনকে গ্রেফতার করেছে।

মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহ জানান, গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে দুপুরে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে শুরু হওয়া মিছিলটি শান্তিপুর্ণভাবে ঢাকা রোডে শাহজালাল ইসলামী ব্যাংকের কাছে পৌছে পথসভায় মিলিত হয়। এসময় পুলিশ পেছন দিক থেকে সমাবেশে অতর্কিত হামলা চালায় ও গুলিবর্ষণ করে।

পুলিশের অতর্কিত হামলা ও গুলি বর্ষণে শিবির কর্মী শামীম রাবার বুলেট বিদ্ধ হন।
এ ছাড়া পুলিশী হামলায় আরো অবত্তঃ ৫ জন নেতা কর্মী আহত হয়েছেন। এসময়
পুলিশ জামায়াত কর্মী নিজাম (৩২) সহ অন্ততঃ ৬ জনকে গ্রেফতার করেছে।

মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি খায়রুল হাসান, সহ সেক্রেটারি মোঃ হোসেন আলী, প্রচার সেক্রেটারি আফজাল হোসাইন, হাফেজ ইবরাহীম,সাদেকুজ্জামান খান, শিবির নেতা ইমতিয়াজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *