সু চিকে চড়া মূল্য দিতে হতে পারে

Slider জাতীয়
সু চিকে চড়া মূল্য দিতে হতে পারে

নীরবতা ভেঙে রোহিঙ্গা নিপীড়ন বন্ধের পদক্ষেপ নিতে মিয়ানমারের নেত্রী নোবেল বিজয়ী অং সান সু চির প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ডেসমন্ড টুটু।

নোবেল বিজয়ী এই সাবেক ধর্মযাজক গতকাল এক  খোলা চিঠিতে বলেছেন, বার্ধক্য আমাকে গ্রাস করেছে, আমি এখন জরাগ্রস্ত, সব কিছু থেকে অবসর নিয়েছি।

ঠিক করেছিলাম, সার্বজনীন বিষয় নিয়ে প্রকাশ্যে আর কিছু বলব না। কিন্তু আজ তোমার দেশের সংখ্যালঘু মুসলমানদের গভীর সংকটে সেই নীরবতা আমি ভাঙছি।৮৫ বছর বয়সী টুটু দীর্ঘদিন ধরে নিজেকে সব কিছু থেকে দূরে রেখেছেন। সাবেক এই আর্চ বিশপ প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন প্রায় দুই দশক ধরে। সু চির উদ্দেশে টুটু লিখেছেন, হে আমার ভগ্নি : মিয়ানমারের রাজনৈতিক ক্ষমতার শিখরে পৌঁছানোই যদি তোমার নীরবতার কারণ হয়ে থাকে, তার জন্য সত্যিই বড় বেশি দাম দিতে হচ্ছে… আমরা প্রার্থনা করি, তুমি ন্যায়বিচারের পক্ষে মুখ খোল, মানবতার পক্ষে কথা বল, দেশের মানুষের ঐক্যের কথা বল। আমরা প্রার্থনা করি, যাতে তুমি হস্তক্ষেপ কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *