মিয়ানমারের সঙ্গে সব রকম বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে মালদ্বীপ। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা মুসলিমদের প্রতি নৃশংসতা বন্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হবে। সাম্প্রতিক সহিংসতা অনেক রোহিঙ্গা মুসলিমের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। জীবন বাঁচাতে অনেকেই পাড়ি জমিয়েছেন বাংলাদেশে। মিয়ানমারে সহিংসতা রোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মালদ্বীপ।
মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর নৃশংসতা বন্ধে জাতি সংঘের মহাসচিব ও জাতি সংঘের মানবাধিকার কাউন্সিলকে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে দেশটি।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হিসাবে, সংঘাত থেকে বাঁচতে ১১ দিনে মিয়ানমার থেকে পালিয়ে প্রায় ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।