নেত্রকোনায় রূপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Slider বাংলার আদালত
নেত্রকোনায় রূপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
জাকিয়া সুলতানা রূপাকে ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ নেত্রকোনায় মানবনন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন ছাত্র-শিক্ষক-জনতা। আজ সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী শহরের ছোটবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ঈদুল আযহায় বাড়িতে আসা নেত্রকোনাস্থ দেশের বিভিন্ন ভার্সিটিতে অধ্যায়রণ শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।সচেতন ছাত্র-শিক্ষক-জনতা ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে নেত্রকোনাস্থ শিক্ষকসহ অন্যন্য পেশাজীরাও অংশগ্রহণ করেন। সেই সাথে নেত্রকোনার সামাজিক সাংস্কৃতিক সাংবাদিক মহল এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। এসময় তারা দেশের বিভিন্ন স্থানে এমন নারকীয় ঘটনাগুলোর বিচার দাবি করে রাষ্ট্রকে নারীর নিরাপত্তায় সর্বোচ্চ ভূমিকা রাখার দাবি জানান।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা সিপিবি’র সভাপতি কলেজশিক্ষক মোস্তফা কামাল, কামরুজ্জামান চৌধুরী, রংপুর কলেজের শিক্ষক কামরুল হাসান, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, মুক্তিযোদ্ধা খন্দকার আনিসুর রহমান, উদীচীর মুস্তাফিজুর রহমান, নারী নেত্রী কহিনুর বেগম, তাহেজা আক্তার এনি, শিল্পী ভট্টাচার্য্য, ত্রিশাল ভার্সিটির শিক্ষার্থী নিহার সরকার অংকুর, কৃষি ভার্সিটির অনন্য ঈদ ই আমীন, নাজমা আক্তার , ববিতা গুহ, পার্থ প্রতিম বিশ্বাস ও আলমগীর হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *