এসময় ডিএমপি কমিশনার বলেন, ঈদে নগরবাসীর নিরাপত্তায় প্রবেশপথের ১৩টি স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে। ৫ সেপ্টেম্বর পর্যন্ত এসব চৌকি থাকবে। সাদা পোশাকে র্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। আছাদুজ্জামান মিয়া আরও বলেন, কোরবানির পশুর চামড়া নিয়ে যাতে কোনো অপতৎপরতা কিংবা ঝামেলা তৈরি না হয় সেদিকে খেয়াল রাখবে পুলিশ। এছাড়া, ঈদগাহ ও বিপণী বিতানসহ সব জায়গাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি।
অন্যদিকে এখনও পর্যন্ত অজ্ঞান পার্টি ও মলম পার্টির অপতৎপরতাসহ কোনো অপরাধের খবর পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, গত দুই বছর আগের মতো আর অজ্ঞান পার্টির তৎপরতা চোখে পড়ে না।
ঈদগাহে ঈদের নামাজে আসা নামাজিদের নিরাপত্তার স্বার্থে জায়নামাজ ছাড়া অন্য কিছু না নিয়ে আসতে অনুরোধ জানান ডিএমপি কমিশনার।