দক্ষিনাঞ্চলের কয়েক হাজার পরিবারে ঈদুল আযহা উদযাপন

Slider গ্রাম বাংলা
দক্ষিনাঞ্চলের কয়েক হাজার পরিবারে ঈদুল আযহা উদযাপন
বরিশালসহ দক্ষিনাঞ্চলের কয়েক হাজার পরিবার আজ শুক্রবার আগাম ঈদুল আযহা পালন করছেন। এই মতাদর্শীরা চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার এলাহাবাদ দরবার শরীফের অনুসারী।

তারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা, ঈদসহ সকল ধর্মীয় আচার্য্য পালন করে থাকেন।আজ সকালে ঈদের জামাত শেষে তারা মহান সৃস্টিকর্তার উদ্দেশ্যে প্রিয় পশু কোরবানি করেন। এরপর তারা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বরিশাল নগরীর প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে শাহগিয়া মমতাজিয়া জামে মসজিদে। এখানে ইমমতিত্ব করেন আজিজুল ইসলাম আহমেদ। এছাড়া নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী দায়রাবাড়ি মসজিদ, টিয়াখালী চৌধুরী বাড়ি, বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠী সরোয়ার খলিফার বাড়ি, খানপুরায় জাহাঙ্গীর সিকদারের বাড়ি, কেদারপুরের মান্নান হাওলাদারের বাড়ি ও মাধবপাশার আমীর দুয়ারী বাড়ি জামে মসজিদে এবং পটুয়াখালীর নিশানবাড়িয়া ও ডাউকা, বাউফলের মদনপুরা, বগা, জৌতা, শাবুপুরা, ঝিলনা, কাছিপাড়াসহ দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় আজ ঈদের জামাত এবং পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আযহা উদযাপিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *