গরুর দাম কখনো বেশি কখনো কম

Slider গ্রাম বাংলা জাতীয়
গরুর দাম কখনো বেশি কখনো কম
রাত পোহালেই ঈদুল আজহা। সেই হিসেবে গরুর বাজারের ব্যপ্তিও আর মাত্র কয়েক ঘণ্টা।

এরইমাঝে রাজধানীর কোরবানির হাটগুলোতে বেচাকেনা জমজমাট হয়ে উঠেছে।  সব হাটেই ক্রেতাদের ভিড় লক্ষণীয়। কয়েকদিনে ক্রেতারা শুধু দরদাম করলেও এবার গরু কিনেই বাড়ি ফিরছেন। হাটগুলো ঘুরে এ চিত্র দেখা গেছে।তবে বাজারগুলোতে দাম উল্টা-পাল্টা লক্ষ্য করা যাচ্ছে। কোনো কোনো বাজারে দাম কিছুটা সহনীয় আবার কোনোটায় আকাশচড়া। সাধ ও সাধ্যের মধ্যে কোরবানির গরু কিনতে পারায় ক্রেতাদের মুখে হাসি ফুটছে। বিক্রেতারাও খুশি বিক্রি করতে পারায়। আবার এমনও দেখা গেছে একই বাজারে বারবার দাম উঠানামা করছে।

কোনো কোনো বাজার দামে আকাশ-পাতাল ব্যবধান। কোনো বাজারেই দাম স্থিতিশীল নয়। সময়ের সঙ্গে দাম উঠানামা করছে। বিক্রেতারা সময় বুঝে বেশি বেশি হাঁকছেন। ক্রেতারা অভিযোগ করেছেন, কৃত্রিম সংকটের চেষ্টা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *