এক নজরে মিরপুর টেস্টে সাকিবের কয়েকটি রেকর্ড

Slider খেলা
এক নজরে মিরপুর টেস্টে সাকিবের কয়েকটি রেকর্ড
অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টে ঐতিহাসিক জয়ের পাশাপাশি ব্যক্তিগত কিছু অর্জনও সাকিব আল হাসানের নামের পাশে যোগ হয়েছে। এর মধ্যে একটি হলো হাফসেঞ্চুরি ও ১০ উইকেট পাওয়া দ্বিতীয় ক্রিকেটার হলেন সাকিব।

বিশ্বসেরা অলরাউন্ডারের আগে এই কীর্তি রয়েছে কেবল নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার রিচার্ড হ্যাডলির।মিরপুর স্টেট ছিল সাকিবের ক্যারিয়ারের ৫০তম টেস্ট। পারফরমেন্স দিয়ে ম্যাচটিও স্মরণীয় করে রেখেছেন তিনি। কারণ ৫০তম ম্যাচে হাফ-সেঞ্চুরি ও ১০ উইকেট পাওয়া পঞ্চম ক্রিকেটার সাকিব। এর আগে, এমন কীর্তি রয়েছে ট্রেভর বেইলি, রিচার্ড হ্যাডলি, মুত্তিয়া মুরালিধরন ও হারভজন সিংয়ের।

দ্বিতীয়বারের মতো টেস্টে ১০ উইকেট পেয়েছেন সাকিব। এর আগে, ২০১৪ সালে খুলনা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ উইকেট পেয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় বাংলাদেশের ১১তম টেস্ট জয়। এর মধ্যে তিন টেস্টে ম্যাচ সেরা হয়েছেন সাকিব। যা বাংলাদেশের আর কারও নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *