তামিমের কথাই সত্য হল…

Slider খেলা
তামিমের কথাই সত্য হল...

শঙ্কার সব কালো মেঘ দূর করে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাকাব্যিক জয় পেয়েছে মুশফিক বাহিনী। সাকিব,মিরাজ, তাইজুল ও তামিমের নৈপুণ্যে স্মিথ ওয়ার্নারদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল টাইগাররা।

এ জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে আরও একটি মাইলফলক হয়ে থাকবে।তবে আগের দিন রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিলেন অজি অধিনায়ক ও সহ-অধিনায়ক। আজও তাদের জুটি হুমকি দিয়ে যাচ্ছিল।

গতকাল সংবাদ সম্মেলনে এসে তামিম ইকবাল বলছিলেন, দেড়শো রান অনেক দূরের পথ। কালকে নতুন দিন। অস্ট্রেলিয়ার সেরা দুই ব্যাটসম্যান কাল খেলতে নামবে। আমরা যদি দ্রুত তাদের একজনকে আউট করতে পারি, তাহলে ১৫০ রান এখনও অনেক দূরের পথ। এই অবস্থায় আমরা তাদের কাজ কঠিন করে তুলতে পারি, আবার সহজও করে দিতে পারি। আমাদের চেষ্টা থাকবে, ওদের কাজটা কঠিন করে দেয়ার। এই দুই উইকেটের যে কোনো একটা যদি নিতে পারি, তাহলে ম্যাচটা আবার উন্মুক্ত হয়ে যাবে।

আর আজ সেটাই হয়েছে ওয়ার্নার-স্মিথ জুটি ভেঙে যাওয়ার পর আর বড় কোনও জুটি দাঁড় করাতে দেননি সাকিব, তাইজুল ও মিরাজ। তাদের ঘূর্ণিতে ২০ রানের জয় পেয়েছে স্বাগতিক বাংলাদশে। তামিমের কথাই সত্য হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *