ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজায় যানজট

Slider গ্রাম বাংলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজায় যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় যানজটের সৃষ্টি হয়েছে। সকালে টোলপ্লাজা থেকে হাসানপুর পর্যন্ত ৩ কি.মি. এলাকায় যানজট দেখা যায়।

তবে বেলা বাড়ার সাথে সাথে যানজট কমে আসে। যানবাহনগুলো ফোরলেন থেকে টু-লেন সেতুতে প্রবেশ করায় ধীর গতি হয়। এছাড়া ঈদে ঘরমুখো যাত্রী ও গরুবাহী যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়।

এদিকে যানজটে আটকে যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। মহাসড়কের এ অংশ ছাড়া কুমিল্লার বাকী ১০২ কি.মি. মহাসড়ক যানজটমুক্ত রয়েছে। অপরদিকে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের এলাকায় যানজট রয়েছে।

দাউদকান্দি  হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, টোল দিতে গিয়ে সময় একটু বেশী লাগায় টোলপ্লাজায় জট লাগছে। যানজট নিরসনে মহাসড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *