হঠাৎ সমুদ্র উত্তাল, নিরাপদে সহস্রাধিক ট্রলার

Slider টপ নিউজ
হঠাৎ সমুদ্র উত্তাল, নিরাপদে সহস্রাধিক ট্রলার
হঠাৎ বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। জেলেরা গভীর সমুদ্র থেকে উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদে আশ্রয় নিয়েছে।

সোমবার দুপুর থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্য বন্দর আলীপুর-মহিপুর শিববাড়িয়া নদীতে সহস্রাধিক মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয় রয়েছে।পায়রা সমুদ্র বন্দরে আবহাওয়া অধিদপ্তরের কোন সতর্কতা সংকেত জারি না থাকলেও দমকা বাতাসের তোড়ে সাগর উত্তাল রয়েছে। তীড়ে ফেরার পথে ঢেউয়ের তান্ডবে এফ.বি সুকতারা-২ এবং  এফ.বি আল-মামুন নামের দুইটি মাছ ধরা ট্রলার ৩৪ জেলেসহ ডুবে গেছে। তবে ওই দু’টি ট্রলারের সকল জেলেরা জীবিত ফিরেছেন বলে সংশ্লিষ্ট জেলেরা জানিয়েছেনে।

মৎস্য ব্যবসায়ী সূত্র জানা গেছে, সাগর উত্তাল থাকায় জেলেরা সাগরে মাছ ধরা বন্ধ করেছেন। এছাড়া ট্রলারগুলো উপকূলের বিভিন্ন নিরাপদ খাল ও নদীতে আশ্রয় নিয়েছে। মুনফালোভী কিছু সংখ্যক মাছ ধরার ট্রলার ঝুঁকি নিয়ে মাছ শিকারের আশায় গভীর সমুদ্রে অবস্থান করছে।

তীরে আসা এফ বি আবির ট্রলারের জেলে জালাল জানান, সাগর গরম থাকার কারণে তারা ট্রলার নিয়ে তীরে এসেছে। অপর এক জেলে জানান, সাগর বক্ষ হঠাৎ করে খারাপ হয়েছে। পূবের বাতাস আসলেই সাগরের বড় বড় ঢেউ হয়। এছাড়া স্রোতের বেগও বেড়ে যায়। আবহাওয়া ভাল হলেই ট্রলার নিয়ে সাগরে মাছ ধরেতে রওয়ানা হবো।

কুয়াকাটা আলীপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক পান্না মোল্লা জানান, হঠাৎ সাগর উত্তাল হয়ে উঠেছে। জেলেরা সমুদ্রে টিকতে না পেরে নিরাপদে আশ্রয় নিয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *