ফার্গুসনে শ্বেতাঙ্গ পুলিশকে অব্যাহতির রায় প্রত্যাখ্যান

সারাবিশ্ব

image_155585.aযুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে একজন কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যার দায় থেকে শ্বেতাঙ্গ পুলিশকে আদালতের অব্যাহতির রায় প্রত্যাখ্যান করেছে তার পরিবার। নিহত কিশোর মাইকেল ব্রাউনের পরিবারের আইনজীবী তাদের পক্ষে এই রায় প্রত্যাখ্যানের ঘোষণা দেন। আদালতের একটি গ্র্যান্ড জুরির দেওয়া রায়কে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন তিনি।

আইনজীবী বেনজামিন ক্রাম্প বলেন, যে গ্র্যান্ড জুরি আদালতে এই সিদ্ধান্ত নিয়েছে তার পুরো প্রক্রিয়ারই বেহাল দশা। তিনি স্থানীয় পুলিশের সঙ্গে শহরের সরকারি কৌসুলির আঁতাত রয়েছে বলেও অভিযোগ করেন। গত আগস্ট মাসে মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে মাইকেল ব্রাউন নামের ওই কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হন। ড্যারেন উইলসন নামের এক শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিরস্ত্র ওই তরুণ নিহত হলে শহরে দাঙ্গা দেখা দেয়। এ সময় ওই হত্যার পর বর্ণবৈষম্যের অভিযোগ ওঠে শহরের পুলিশের বিরুদ্ধে।

মি: উইলসনকে ওই হত্যার জন্য বিচার করা হবে কিনা সে জন্যে গঠিত আদালতের জুরিরা বলছেন, তারা ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনছেন না। কারণ তিনি আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিলেন বলে তাঁদের কাছে প্রতীয়মান হয়েছে। গ্র্যান্ড জুরিতে ১২ জনের মধ্যে ৯ জনই শ্বেতাঙ্গ আর তিনজন কৃষ্ণাঙ্গ সেই বিষয়েরও সমালোচনা উঠেছে। এই রায় ঘোষণার পর আবারো শহুরে দাঙ্গা দেখা দেয়। গত সোমবার রাত থেকে সেখানে ব্যাপক সংঘর্ষ ও লুটপাটের অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে শহরের মেয়র আরো নিরাপত্তা কর্মই বাড়ানোর কথা জানিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে দুই হাজারের মতো ন্যাশনাল গার্ড থেকে নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। মেয়র ফ্রান্সিস স্লে শহরে দাঙ্গার সময়কার নানা ঘটনাকে অপরাধী কার্যক্রম বলে উল্লেখ করে দাঙ্গায় লিপ্তদের সমালোচনা করেছেন। তিনি বলেন, লুটপাট, দোকানপাট ভাঙচুর কোন প্রতিবাদ হতে পারে না। নিহত মাইকেল ব্রাউনের পরিবারও দাঙ্গার সমালোচনা করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। সূত্র:বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *