বিপর্যয় কাটিয়ে লাঞ্চে বাংলাদেশ

Slider খেলা

80704_Shakib

 

 

 

 

 

চরম ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ঢাকা টেস্টের প্রথম দিন লাঞ্চে গেলো বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে আগে ব্যাটে যাওয়া টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ৯৬ রান। তামিম ইকবাল ৩৩ ও সাকিব আল হাসান ৪৮ রানে অপরাজিত। চতুর্থ উইকেটে তারা ৮৬ রানে অবিচ্ছিন্ন। ১১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে নেমে শুরুতেই মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটে গিয়ে মাত্র ১০ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। ১০ রানের মাথায় দাঁড়িয়ে বাংলাদেশ তিন উইকেট হারায়। ৮ বলে ব্যক্তিগত ৮ রানে ফেরেন সৌম্য সরকার। এরপর ইমরুল কায়েক ৬ বলে কোনো রান না করেই ফেরেন। চার নম্বরে নেমে সাব্বির রহমান নিজের প্রথম বলের মোকাবিলায় ফেরেন। তবে ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে লড়াই করছেন বাংলাদেশের দুই পরীক্ষিত সৈনিক তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *