ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

Slider খেলা জাতীয়

572368c1b86876d35c899b018f3aa63f-59a24970a5c11

ঢাকা: টস জেতাটা প্রত্যাশামতো হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের শুরুটা বিপর্যয়করই হয়েছে বাংলাদেশের। স্কোরবোর্ডে ১০ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছে দল। প্যাট কামিন্সের পরপর দুই ওভারে আউট হয়ে ফিরেছেন সৌম্য সরকার, ইমরুল কায়েস ও সাব্বির রহমান। এর মধ্যে কামিন্সের দ্বিতীয় ওভারের শেষ দুই বলে আউট হয়েছেন ইমরুল ও সাব্বির।

সৌম্য (৮) আউট হয়েছেন অফ স্টাম্পের বাইরের একটি বলে খোঁচা দিয়ে। গালিতে তাঁর ক্যাচটি নিয়েছেন পিটার হ্যান্ডসকম্ব। ইমরুল ও সাব্বির উইকেটের পেছনে ধরা পড়েছেন ম্যাথু ওয়েডের হাতে।

নিজের ৫০তম টেস্টে তামিম অবশ্য এখনো নির্ভরতা হয়েই আছেন। তাঁর সঙ্গে আছেন সাকিবও। সাকিবও খেলতে নেমেছেন নিজের ৫০তম টেস্ট। কামিন্সের হ্যাটট্রিক বলটি আত্মবিশ্বাসের সঙ্গেই খেলেছেন এই অলরাউন্ডার।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২২। তামিম অপরাজিত ৬ রানে, সাকিব ৪ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *