চীনের অধিকাংশ যুবক সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য ফিট নয়

Slider সারাবিশ্ব
চীনের অধিকাংশ যুবক সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য ফিট নয়

সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য ফিট নয় চীনের ৫৬ শতাংশ যুবক। কারণ সে দেশের বেশিরভাগ যুবক ওবিসিটিতে ভুগছে।

এছাড়া তাদের মধ্যে আরও একটি সমস্যা দেখা দিয়েছে। তবে মেডিক্যাল সায়েন্স এখনও কোন পরিষ্কার চিত্র দেয়নি।
গত বছর পিপলস লিবারেশন আর্মির সংবাদপত্রে এই খবর প্রকাশ পেয়েছিল। সেই সংবাদপত্রে জানানো হয়েছিলো, চীনাদের অস্বাস্থ্যকর অবস্থার জন্য দায়ী স্মার্টফোনের অত্যধিক ব্যবহার ও অতিরিক্ত মিনারেল ওয়াটার।রিপোর্টটি প্রকাশের পর অনলাইনে একটি বড়সড় বিতর্কের সৃষ্টি হয়। তর্ক ওঠে, এমন চললে ভবিষ্যতে হয়তো সেনাবাহিনীর জন্য চীনে ফিট পুরুষের অভাব দেখা যাবে। বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনীর সমস্যায় পড়বে।

বিশ্বের অন্য দেশের অবস্থাও তথৈবচ। ভারতীয়দের মধ্যে প্রত্যেক ৩ জনের একজনের ওজন বেশি। ২০১৪ সালে অ্যামেরিকান যুবকদের মধ্যে ১ শতাংশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য যোগ্য ছিল। পেন্টাগনের মতে, এর পিছনে একাধিক কারণ রয়েছে। সেগুলি হল ওবিসিটি, ক্রিমিনাল রেকর্ড, হাইস্কুল ডিপ্লোমার অভাব, ট্যাটু ও পিয়ার্সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *