সিয়েরা লিওনে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৭

Slider সারাবিশ্ব
সিয়েরা লিওনে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৭

সিয়েরা লিওনে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৪৬৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছে।

তাই নিহতের সংখ্যা ৬ শতাধিক ছাড়ার আশঙ্কা করেছে জাতিসংঘ।এ ব্যাপারে সিয়েরা লিওনের উপ-স্বাস্থ্যমন্ত্রী মদিনা রহমান নিহত ৪৬৭ জন উল্লেখ করে বলেছেন, গত সপ্তাহ থেকে শুরু হওয়া বন্যায় মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। এছাড়া সাম্প্রতিক সময়ে কলেরা ও ম্যালেরিয়ায় ব্যাপক প্রাণহানির পর বন্যা তার দেশে মানবিক বিপর্যয় ডেকে এনেছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে জাতিসংঘের মানবিক সংস্থার মুখপাত্র জেনস লারকি বলেছেন, নিহত আরও বাড়বে, এতে সন্দেহ নেই। কারণ এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। তাঁর ধারণা, দেশটিতে নিহতের সংখ্যা ৬ শতাধিক হতে পারে।

এছাড়া আন্তর্জাতিক রেড ক্রস শুক্রবার জানিয়েছে, গত সোমবার থেকে এখন পর্যন্ত বন্যায় চার শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটিতে বিপর্যয় নেমে এসেছে। নিখোঁজদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে। জেনেভায় রেড ক্রস ও ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব এলহাদি আস সি বলেছেন, ‘শুক্রবার আমরা লাশ গুণে গুণে দেখেছি, তা সাড়ে ৪শ’ পার হয়েছে। ’

এছাড়া, ভারিবর্ষণ অব্যাহত থাকায় নিহতদের রাজধানী ফ্রিটাউনের বিভিন্নস্থানে গণকবর দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *