পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

Slider নারী ও শিশু
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এসব ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- উপজেলার বাশারুক গ্রামের মাজেদ মিয়ার ছেলে জোনাইদ (৩) ও মেয়ে মারিয়া (৫) এবং নারায়ণপুর গ্রামের শামসুল অালম খোকনের ছেলে রায়হান (৪)।

জানা গেছে, দুপুরে খাওয়ার পর বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায় জুনাইদ ও মারিয়া। খেলতে খেলতে জুনাইদ হঠাৎ পুকুরে পড়ে গেলে মারিয়া তাকে উদ্ধার করতে যায়। এসময় তারা দু’জনই পানিতে তলিয়ে যায়। টের পেয়ে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, উপজেলার সীতারামপুর গ্রামে পরিবারের সঙ্গে নানা বাড়ি বেড়াতে আসে রায়হান। শুক্রবার দুপুরে তিতাস নদীতে গোসল করতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অাসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *