দানবের সাথে মৃত্যু,, ———————-কোহিনূর আক্তার

Slider সাহিত্য ও সাংস্কৃতি
20864096_1951409671784991_1305076289_n
দানবের সাথে মৃত্যু,,

———————-কোহিনূর আক্তার,

কোথায় যাবো আমি পথ খুঁজে না পাই ,
কোন পথে দানব নেই সেই পথে যাই ।
হাজার পথ আছে , চলার পথ নাই ,
সূর্যের আলোর মাঝে রক্তের হুলি খেলায়।

তুমি তোমারে মারলে দানবের তুল্য
দিতে পারবে কি নির্বোধ জীবনের মুল্য ?
তোদের শরীরে পাক বাহিনীর নৈরাশ্যের গন্ধ,
যুবতীরে করিলে নগ্ন
হয়না তোদের ধ্যানের মগ্ন ।

সময়ের সাথে গেলে না পাঠে ,
করলে মুখস্থ মিছিলের ছন্দ ।
যে হাতে কলম কাঁপে
সে হাতে পিস্তলের নিশান আঁটে।

নিজেরে বড় অসহায় লাগে ,
দানবের ইশারায় পৃথিবী শাসায় ।
তোমাকে হতে হবে শিষ্য
তাই তোমার চলার গতি নেশায় করে পিষ্য।
আমি একা, ছন্দে বাঁকা, মানতে অসহায় কুন্তীর বিশ্ব ।

সামনে এলে সালাম দেয়
পিছনে থু থু থু ঘৃণার অথৈ।
নিজেকে মানোন্নয়নে করো না অবহেলা !
সাজানো পৃথিবী বৃথা যাবে না অবেলা ।

১৬/৮/১৭
☪☪☪☪☪

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *