এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ,
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ট্রলির ধাক্কায় গনেশ চন্দ্র কাকুয়া (৫৬) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০আগস্ট) দুপুরে পাটগ্রাম পৌরসভার হক ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গনেশ চন্দ্র কাকুয়া পাটগ্রাম পৌরসভার কোর্টতলী এলাকার বাসিন্দা। তিনি পাশ্ববর্তী হাতিবান্ধা আলীমুদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফিরোজ কবির জানান, দুপুরে গনেশ চন্দ্র কাকুয়া মোটরসাইকেলে কলেজ যাচ্ছিলেন। তিনি পৌরসভার হক ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে একটি ট্রলি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।