‘অস্ট্রেলিয়াকে বেশ পরীক্ষা দিতে হবে’

Slider খেলা

77571_asutra

টেস্ট খেলার সময় নিজের উইকেটের মূল্য বুঝতে হবে টাইগার ব্যাটসম্যানদের। আর এমন হলে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে বেশ পরীক্ষা দিতে হবে অস্ট্রেলিয়াকে। গতকাল চট্টগ্রামে এমন কথা বলেন বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক মার্ক ও’নিল। এক মাসের জন্য বাংলাদেশ দলের দায়িত্ব নেন এ অজি কোচ। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে গতকাল তিনি বলেন, কাজের জন্য একমাস যথেষ্ট সময় নয়। আমি ছোট ছোট বিষয়ে নজর দিচ্ছি। এটাকে শুরুও বলতে পারেন।  আমি তাদের টেস্টের জন্য প্রস্তুত করছি। আমি চেষ্টা করছি ছেলেরা যাতে তাদের উইকেটের মূল্য বোঝে। এমনকি নেট অনুশীলনেও যাতে বাজে শট না খেলে। আমি তাদের সোজা ব্যাটে খেলায় জোর দিচ্ছি। টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ের মূল বিষয়টিই হলো ধৈর্য। নিজ সামর্থ্যের ওপর বিশ্বাস। বাংলাদেশ দলের লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দিকে আলাদা নজর মার্ক ও’নিলের। সাধারণত বোলাররাই নিচের দিকে ব্যাটিং করে থাকেন। কিন্তু টেস্টে ব্যাট হাতেও তাদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। মার্ক ও’নিল বলেন, লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা আমার অন্যতম ইস্যু। তারা সাধারণত খুব বেশি ব্যাটিংয়ের সুযোগ পায় না। এমনকি নেটেও তারা সুযোগ পায় কম। তবে খেলোয়াড় ও কোচ হিসেবে আমি অনেক ঘটনা দেখেছি যেখানে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা ক্রিজে টিকে থেকে জয়ে অবদান রেখেছে। অফ ফর্মে থাকা ওপেনার সৌম্য সরকারকে নিয়ে ও‘নিল বলেন, আমি তার (সৌম্য) টেকনিকে সমস্যা দেখছি না। শুধু সেই না,  দলের বাকিরাও বিশ্বের আর ব্যাটসম্যানদের মতোই ভালো। সে বেশির ভাগ সময়ই মাঝ ব্যাটে খেলে। সে ক্রিজের চারদিকে শট খেলতে পারে। সমস্যাটা তাদের মানসিক। তাদের বিশ্বাস করতে হবে, তারা ওয়ার্ল্ড ক্লাস। নিজের সামর্থ্য নিয়ে যদি তারা আত্মবিশ্বাসী থাকে তাহলে আসন্ন সিরিজে অস্ট্রেলিয়া দলকে বেশ পরীক্ষা দিতে হবে। আমি কারো ব্যাটিং টেকনিক পরিবর্তন করতে চাই না। ব্যাটিং কোচ হিসেবে আমার কাজ হলো খুব ঝুঁকি না নিয়ে ও খুব বেশি বড় শট না হাঁকিয়ে কিভাবে তারা ধারাবাহিকভাবে ভালো খেলবে তা বোঝানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *