গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

Slider গ্রাম বাংলা

Photo-3গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ শহরের বিসিক ব্রিজ সংলগ্ন স্বল্প ব্যয়ে সমৃদ্ধ ল্যাবে কারিগরি শিক্ষার আলোকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় ডিপ্লোমা ইন ইনঞ্জিনিয়ারিং (২০১৭-২০১৮) প্রথম শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে কলেজ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী শরীফ মোমরেজ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল জলিল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি মো. লুৎফর রহমান গোঞ্জের, গোপালগঞ্জ আইডিবি’র সভাপতি ও সওজ এর সহকারী প্রকৌশলী এম এ মতিন, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও এশিয়ান এইজের গোপালগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমান মানিক প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন।
এ সময় কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদ সদস্য’র রূহের মাগফেরাত কামনা এবং দড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ইংরেজী প্রভাষক গবিন্দ্র সরকার নয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *