দেশের বাকি সবাই সৎ আর ধার্মিক তো : নওয়াজ শরিফ

Slider রাজনীতি সারাবিশ্ব

thank-you-nawazপানামা কেলেঙ্কারিতে জড়িয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন নওয়াজ শরিফ। দুর্নীতির দায়ে সরে দাঁড়ানোর পর এবার অন্যের সততা নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। তার প্রশ্ন, ‘‘এই দেশের  অন্য সবাই সৎ আর ধার্মিক তো?’’

শনিবার পাকিস্তান মুসলিম লিগ-এর এক বৈঠকে শরিফ ক্ষোভের সুরে বলেন, ‘‘দেশের সেবা করার জন্য আমি পুরস্কার বা সম্মান চাইনি। কিন্তু এ ধরনের অসম্মান পাপ্য ছিল না। ’’
ওই বৈঠকে নিজেকে নির্দোষ দাবি করে তিনি আরও বলেন, ‘‘দেশের ২০ কোটি মানুষ যাকে নির্বাচিত করেছেন, তেমন কারও প্রতি এ ধরনের আচরণ করা প্রত্যাশিত নয়। ’’

বৈঠকে শরিফে দাবি করেন, তিনি বা তার পরিবারের কেউ কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন। তার প্রশ্ন, ‘‘আমি কোনও দিন বেতনই নিইনি, আমি কী ঘোষণা করব? যদি আমি কোনও অন্যায় কাজ করতাম বা এই দেশ থেকে এমন কিছু নিতাম, যা আমার নয়, তা হলে আমি নিজের কাছেই অপরাধী হয়ে যেতাম। ’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *