গত বছর এশিয়া কাপের সময় পাকিস্তানের বাঁ হাতি পেসার মোহাম্মদ আমিরকে ‘সাধারণ বোলার’ বলেছিলেন ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা। এতদিন পরে সেই কথার জবাব দিলেন আমির।
সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মোহাম্মদ আমিরের বোলিং তোপে পড়ে ধসে পড়ে বিশ্বের অন্যতম সেরা ভারতের বাটিং লাইনআপ। মূলত বোলিংয়ে পাকিস্তানের বাঁ-হাতি এই পেসারের পারফরম্যান্সে বিশ্বকাপের মতো বড় আসরে ভারতের বিপক্ষে নতুন করে ইতিহাস লিখতে সহায়তা করে পাকিস্তানকে। তবে এরপরও রোহিত শর্মার ওই মন্তব্যের জবাব দেননি।
কিন্তু সম্প্রতি সেই প্রসঙ্গ উঠতেই আমির বলেছেন, ‘রোহিতের যেটা মনে হয়েছিল, সেটা বলেছে। এখন হয়তো আমার বিষয়ে ওর মতামত বদলেছে। ও কী বলেছিল, সেটা নিয়ে না ভেবে আমি দলের হয়ে ভাল পারফরম্যান্স দেখানো নিয়েই ভাবি। অন্যদের কথা নিয়ে ভাবতে গেলে চাপে পড়ে যেতে হয়। তাই আমি বিষয়টা এড়িয়ে যাই। একজন অন্য কাউকে বিশ্বমানের বলবে না সাধারণ, সেটা তার বিষয়। তবে আমি রোহিতকে সাধারণ বলব না। ও অসাধারণ ব্যাটসম্যান। ভারতের হয়ে দারুণ খেলছে। ওকে আমি শ্রদ্ধা করি।