যে গ্রামে ছেলেদের হাফ প্যান্ট পরা নিষেধ!

Slider গ্রাম বাংলা

imageজিন‌স পরতে মেয়েদের বাধা, আর ছেলেরা ছোট পোশাক পরে ঘুরবে-ফিরবে। তা আর হবে না। এই অসামঞ্জস্য দূর করতে এবার ছেলেদের পোশাকের ওপরেও বিধিনিষেধ চাপাল খাপ পঞ্চায়েত।

বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের ছোট্ট গ্রাম শামলিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। খাপ পঞ্চায়েত ব্যবস্থাকে ঢেলে সাজানোর সময়ই এ বিধিনিষেধ চাপানো হয় ছেলেদের উপরে।

শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক রিপোর্টে এই খবর প্রকাশিত হয়েছে। সেখানে খাপ পঞ্চায়েতের প্রধান নরেশ টিকেত বলেন, “মেয়েরা জিন‌্স পরলে তা যদি সমাজের পক্ষে খারাপ হিসাবে দেখা হয়, তা হলে ছেলেরাই বা হাফ প্যান্ট পরবে কেন? হাফ প্যান্টও সমাজের পক্ষে একটা খারাপ উদাহরণ। ছেলে এবং মেয়েদের মধ্যে কোনও রকম ফারাক করি না আমরা। ’’

উল্লেখ্য ২০১৪ সালে উত্তরপ্রদেশে এক সালিশি সভায় ইভটিজিং এড়াতে মেয়েদের জিন‌্স পরার ওপরে বিধিনিষেধ আনে খাপ পঞ্চায়েত। এমনকী মেয়েরা মোবাইল ফোনও ব্যবহার করতে পারবেন না বলে জানানো হয়।

বৃহস্পতিবার ওই গ্রামের খাপ ব্যবস্থাকে ঢেলে সাজানোর সময়ই সে বিষয়টি মাথায় রেখে খাপ স্বভিমান সম্মেলনের ৩৫ সদস্য নিজেদের মধ্যে আলোচনা করে এই বিধিনিষেধ চাপিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *