‘নেইমারের চেয়ে ২০০-৩০০ মিলিয়ন ইউরো বড় নয়’

Slider খেলা

76229_Iniestaনেইমারের বার্সেলোনা ছাড়ার খবর এখন অনেকটাই নিশ্চিত। বার্সেলোনার প্রেসিডেন্ট ও খেলোয়াড়দের সাম্প্রতিক মন্তব্যে এমনটাই মনে হচ্ছে। বার্সেলোনার অন্যতম কা-ারী আন্দ্রেস ইনিয়েস্তাও বিষয়টি নিয়ে মুখ খুললেন। তিনি মনে করেন ২০০ কিংবা ৩০০ মিলিয়ন ইউরো দরকার হলেও বার্সেলোনার উচিৎ, নেইমারকে রেখে দেয়া। এই পরিমাণ অর্থের চেয়ে নেইমারের মূল্য অনেক বেশি বলে মনে করেন তিনি। ২২২ মিলিয়ন ক্লজ রিলিজে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) নেইমারের যোগ দেয়ার খবর জানা যাচ্ছে। এক সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হওয়ার আগেই ইনিয়েস্তা সাংবাদিকদের বলে দেন, ‘আশা করি আপনারা নেইমার বিষয়ে আমাদের বেশি প্রশ্ন করবেন না। এ বিষয়ে নেইমারই কথা বলবে। সে-ই তার ব্যখ্যা দেবে। সে যে সিদ্ধান্তই নিক, আমরা তাকে সমর্থন করবো।’ এরপর ইনিয়েস্ত বলেন আসল কথা, ‘আমার মনে হয় না, ক্লাবের জন্য ২০০-৩০০ মিলিয়ন ইউরো নেইমারের চেয়ে বেশি উপকারি হবে। সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আর আমি আমার দলে এরকম ফুটবলারকে অবশ্যই চাইবো। শুধু আমি না, দলের বাকিরাও চায় নেইমার এখানেই থেকে যাক।’
দলবদলের এই টানাপোড়নের মাঝেই শুক্রবার বার্সার অনুশীলনে ঘটেছে অপ্রীতিকর এক ঘটনা। নবাগত ডিফেন্ডার নেলসন সেমেদোর করা ফাউলে ভীষণ চটেন নেইমার। সেমেদোর দিকে তেড়ে যান তিনি। বিষয়টি একেবারে স্বাভাবিক বলে মনে করেন ইনিয়েস্তা। বলেন, ‘অনুশীলনে যেটা ঘটেছে সেটা গুরুতর কিছু নয়। যেকোনো দলের অনুশীলনে মাঝেমধ্যেই এমনটা ঘটে। কিন্তু নেইমারের দলবদল নিয়ে বর্তমান পরিস্থিতি কারণে এসব নিয়ে এখন বেশি কথা হচ্ছে। তখন মাঠে যারা উপস্থিত ছিল তারা জানে, বিষয়টি গুরুতর কিছু নয়। এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটে। বিষয়টিতে সবাই অভ্যস্ত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *