লালমনিরহাটে বিএসএফের হাতে বাংলাদেশি আটক।

Slider জাতীয়

33666_bsfএম এ কাহার বকুল;
লালমনিরহাট প্রতিনিধিঃ,

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে লিটন মিয়া (১৭) নামে এক বাংলাদেশিকে আটক  করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (২৬জুলাই) ভোর ৪টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ওপারে ভারতের ৩০০ গজ অভ্যন্তর থেকে বিএসএফ তাকে আটক করে।
আটক লিটন মিয়া পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে।
সীমান্ত সুত্রে জানা গেছে, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় কয়েক জন গরু পাচারকারীসহ গরু আনতে ওই সীমান্ত হয়ে ভারতের ভিতরে অবৈধ অনুপ্রবেশ করে লিটন। এ সময় ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের একটি টহল দল তাদের ধাওয়া দিলে সবাই পালিয়ে এলেও আটক হন লিটন।
এঘটনায় বিজিবি’র পক্ষ থেকে পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে পত্র পাঠানো হয়েছে।
বডার গার্ড বাংলাদেশ লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *